যদি কোনোদিন আবারও

তীব্র ঘূর্ণিতে, বর্ষার ছোঁয়ায়

তোমার ঠোঁটের তপ্ত চুম্বনে

বজ্রের শিহরণ জাগায়

জেনে নিও, আমি আজও

তোমার ঐ কেশের ঘ্রাণ ভুলিনি

মরা কৃষ্ণকলি গাছটাতে

আমাদের প্রেমের গল্প আজও হারায়নি

নয়নের অভিরাম চাহনি

মায়াময়ী দোয়াতভরা কাজলে

ব্যাকুলতার নিপীড়ন এখনও

জমা আছে স্মৃতির আদলে

উষ্ণতার সীমান্ত ছুঁয়ে

শুকনো যখন দেশের মাটি

তোমার বুকে জমাট বেঁধে মেঘ

ধরিত্রী মাকে শীতল করার পরিপাটি

        ----- বাপন