তোমায় নিয়ে দেখা স্বপ্নগুলো,
আলতোভাবে ছুঁয়ে যাওয়া চুলগুলো ;
একটা রিপ্লাইয়ের আশায়,
নিশাচরদের সাথে কাটানো রাত্রিগুলো!
হয়তো তোমার অজানা হয়েই রয়ে যাবে
বেলা শেষে বিয়ের কার্ড হাতে নিয়ে,
মনে পড়বে,আমার স্বপ্নগুলো আজ অতীত।
হয়তো জমা থাকা কথাগুলো,না বলা হয়েই;
রয়ে যাবে,ধূলোমাখা ডায়েরীতে!
কী হবে! কত প্রেমিকের-ই তো স্বপ্ন,
রয়ে যায় স্মৃতির আদলে,
আমিও না হয়, একজন অপূর্ণ প্রেমিক হয়েই রইলাম।।
✒️ Bapan Chowdhury