।।আমার ঈশ্বর।।


আমার ভগবান, যদি পশু না হয়ে - 

হত সুভাষচন্দ্র বসু;

তবে হয়তো আমার নির্ভায়া-রা,

ভয়কে জয় করে,

হয়ে উঠত নিরাপদ ও নির্ভয়।


আমার ভগবান, যদি নীলাভ না হয়ে - 

হত পাগড়ীধারী কেশরকান্তি,

ভগৎ সিংহ-এর মত;

তবে হয়তো সামাজিক ন্যায়ের আগুনে,

দোষীরা-ই ভষ্মিভূত হত।


আমার ভগবান, যদি ধর্ম-ভেদ ভুলে - 

হত মুক্তপ্রাণ,

চন্দ্রশেখর আজাদ-এর মত;

তবে হয়তো আমার দেশে,

কখনোই হানা হতো না,

দুরাচার ও ধর্মভীরুতার ক্ষত।।

                                                           -প্রণামন্তে

                                                             কল্পতরু 

**নেতাজি-র ১২৫তম জন্ম বার্ষিকী উপলক্ষে উৎসর্গ**