বাবা মানে হাজার রকম, সাজানো কথার মালা;অভিধানের ঊর্ধ্বে দেখো

বাবা শুধু বিশেষ্য নয়, বিশেষণের বিশেষণ।
তোমার সিংহাসন খালি আজ,খামখেয়ালীর উদ্দীপনা তাতে আজ বিরাজমান
বললে বুলি তোমার ভাষায়,পিতৃভাষার নেই কেনো সম্মান
সাহিত্যে এতো কৃপণতা,তোমার কথা এত কম কেনো কথিত?
সময়ে বাঁধা ফটোফ্রেম ভাই,তাতে ফিরে যাওয়ার নেয় যে উপায়
ছোটবেলার সরলতা,অভিমান হতো তোমার কথা শুনে
বুঝিনি তো সেদিন তুমি চাইতে না কোনো অনিষ্ট
বলতো সবাই বুঝবে সেদিন যেদিন হবে তুমি বাবা আর বাবা হওয়ার কি কষ্ট।
কঠোর কোমল রূপ অনুভব করিনি যে কখনও
বেড়ে ওঠার পন্থা আজও তোমার আদেশ চাইছি যে এখনও।
তোমার চটিতে পা গলালে ছোটো পড়ে আজও
তোমার মুকুট তোমারই থাক,বাবা তুমি তোমার মতো থাকিও।
- অভিজিৎ