।।কথার কথা।।
"আমি ভাল নেই...
...ভাল নেই একদম...
...সেই যে, সেই -
- মনের অসুখ।"
"...তার কারণ অনেক কিছুই...
...বলতে গেলে আর হবে না বলা...
...তার চেয়ে তুই তোর কথা বল ?"
।।এমন করেই কথার পরে
কথার কথা আসে,
বলতে চাওয়া কথার পরে
বিষন্নতা ভাসে।।
-কল্পতরু (উদ্দীপ্ত চ্যাটার্জী)